নাচোলের ‘রানী মা’ ইলামিত্রের ৯৬ তম জন্মবার্ষিকী উদযাপন


চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী নাচোলের ‘রানী মা’ খ্যাত ইলা মিত্রের ৯৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন 'জাগো নারী বহ্নিশিখা' ইলা মিত্রের ৯৬ তম জন্মবার্ষিকী পালন করেন। পরে জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের যুগ্ন আহবায়ক ছবি রানী সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি সায়েদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা রফিক হাসান, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন,  বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রধান শিক আলী উজ্জামান নূর, হর্যিন ঐক্য পরিষদ,  চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি  রাজেন হরিজন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক আরাফাত মিলেনিয়াম। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মনোয়ারা খাতুন।  
বক্তারা বলেন,  মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামে আজও অনুপ্রেরণার উতস হয়ে আছে শ্রমজীবী মানুষদের জন্য  ইলা মিত্রের আত্মত্যাগ। তিনি সাধারণ মানুষকে কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে তাঁদের জীবনের সাথে মিশতে হবে তা শিখিয়ে গেছেন।  ইলামিত্রের জীবন ও সংগ্রাম পাঠ্যবইয়ে  অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ অক্টোবর, ২০২১