চাঁপাইনবাবগঞ্জে গৃহবধু ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন


চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত এক গৃহবধু (২৬) ধর্ষণ মামলায় আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিচারক মো.আয়েজ উদ্দিন (জেলা ও দায়রা জজ) দন্ডিতের উপস্থিতিতে ওই রায় দেন। দন্ডিত আনোায়ার হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রানীবাড়ী সাহেব গ্রামের আব্দুল লতিবের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবি(পিপি) নাজমুল আলম মামলার বরাতে জানান,গত ২০১৮ সালের ৩০ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে স্বামীগৃহে স্বামীর বন্ধু আনোয়ার ঘরে ঢুকে চাকুর ভয় দেখিয়ে ওই গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধু ওই বছরের ৯ আগষ্ট আদালতে মামলা করেন। ওই বছরের ৮ সেপ্টেম্বর মামলাটি আদালতের নির্দেশে শিবগঞ্জ থানায় নথিভুক্ত হয়। একই বছরের ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক(এসআই) আরিফুল ইসলাম আদালতে চার্জশীট দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল আনোয়ার হোসেনকে দোষী সাব্যস্ত করে দন্ড প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ অক্টোবর, ২০২১