চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুকুরের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এসএমসি’র সদস্যবৃন্দের আয়োজনে বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর-উন-নাহার রুবিনা, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আল-মামুন, মো. কামাল উদ্দীন, মো. দুরুল হোদা, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আরাফাত আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইব্রাহিম আলী, আকসারুজ্জামান, মোখলেসুর রহমান, আব্দুল আওয়ালসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ। সংবর্ধনা অনুষ্ঠানে অবসরে যাওয়া শিক্ষকের বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করেন অতিথিরা।
আলোচনা শেষ সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ অক্টোবর, ২০২১
চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুকুরের বিদায় সংবর্ধনা