শিবগঞ্জের বিনোদপুর গণহত্যা দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর গণহত্যা দিবস পালিত হয়। শনিবার সকালে বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ আরিফুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই গণহত্যা দিবস পালিত হয়। বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি মশিউর রহমান বাচ্চু বিশ্বাসের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া।
বক্তারা বলেন, ৬-৭ই অক্টোবর ১৯৭১ সালে বিনোদপুরবাসির জন্য মহা দুর্যোগময় দিন ছিলো। এদিন পাকবাহিনী ও রাজাকার-আলবদর বিনোদপুর আক্রমণ করে। দুদিনে তারা স্বাধীনতাকামী ৩৯ জন নিরাপরাধ দেশ প্রেমিক মানুষকে নির্মমভাবে হত্যা করে এবং অসংখ্য মানুষের উপর নির্বিচারে অত্যাচার চালায়।
এর আগে কর্মসূচীর শুরুতে বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পামাল্য অর্পণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ অক্টোবর, ২০২১

,