চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় লায়লা মজনু ও শিব পাতার বিড়ি উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় বিজিবির পৃথক ২টি অভিযানে ১ হাজার ৫৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান,  গত শনিবার সকাল ১১টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮৫/১ এস হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জের বাগাবাড়ী গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে ২৮০ প্যাকেট ভারতীয় শিব বিড়ি জব্দ করা হয়। এর আগে ভোর ৫টার দিকে ভোলাহাটের বিলভাতিয়া সীমান্তে টুনির বাজার এলাকার একটি আমবাগান থেকে জব্দ হয় ১হাজার ৩শত প্যাকেট ভারতীয় লায়লা মজনু পাতার বিড়ি। এই দুই ঘটনায় কাউকে আটক করতে পারে নি বিজিবি।
উদ্ধারকৃত বিড়ির ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ সেপ্টেম্বর, ২০২১