চাঁপাইনবাবগঞ্জে ১৮ মাস পর স্কুলে বেজে উঠেছে সেই চিরপরিচিত ঘণ্টা > শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ


করোনা মহামারির কারণে দীর্ঘ ১৮ মাস পর রবিবার চাঁপাইনবাবগঞ্জে স্কুলে বেজে উঠেছে সেই চিরপরিচিত ঘণ্টা। সকালে শিাপ্রতিষ্ঠানগুলো খুলার সাথে সাথে উচ্ছ্বসিত শিার্থীরা স্কুলে প্রবেশ করেছে স্বাস্থ্যবিধি মেনে।  শিার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে স্কুল-কলেজ। অভিভাবক, শিক-শিার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ফুল দিয়ে বরণ করা হয়েছে শিার্থীদের। সাবান দিয়ে হাত ধোয়া ও তাপমাত্রা পরীার পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কাসে প্রবেশ করেছে তারা। কাসের শুরুতেই স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা। বসার সুযোগ হয়নি বন্ধুদের পাশে। জিগজ্যাগ পদ্ধতিতে একটি বেঞ্চে এক শিার্থী বসে কাস হয়েছে। তবুও প্রিয় প্রতিষ্ঠানে ফিরতে পেরে আনন্দের কমতি নেয় শিার্থীদের মাঝে। কারন দীর্ঘদিনের একঘেয়েমি কাটিয়ে তারা এখন প্রিয় শিক-বন্ধুদের সাথে। সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৪৫৫টি শিা প্রতিষ্ঠান খুলেছে আজ (রবিবার ১২ সেপ্টেম্বর)। এসব শিা প্রতিষ্ঠানের দেড় লাখ শিার্থী তাদের শিা-প্রতিষ্ঠানে ফিরেছে। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ, নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে শিক, শিার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত শিা-প্রতিষ্ঠান। প্রথম কাসে অংশ নিয়ে উচ্ছ¡সিত তারা। জেলা শিা কর্মকর্তা মোহা. আবদুর রশীদ জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচ উপজেলায় প্রাথমিক, নি¤œ মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মিলে মোট ৪৫৫টি শিা প্রতিষ্ঠান খুলেছে। এসব শিা প্রতিষ্ঠানে শিার্থীদের সংখ্যা প্রায় ১ লাখ ৫০ হাজার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ সেপ্টেম্বর, ২০২১