শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্টে হয়ে একজনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে- কানসাট ইউনিয়নের আব্বাসবাজার ক্যাইঠাপাড়া গ্রামের মৃত বিশারত আলির ছেলে তসলিম উদ্দিন (৭০)।
পারিবারিক সূত্রে জানা গেছে- তসলিম উদ্দিন বুধবার সকালে মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফিরে নিজ শয়ন ঘরে ফ্যানের সুইজ অন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ সেপ্টেম্বর, ২০২১