চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ ১জন আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ একজনকে আটক করেছে ৫৯ বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার তেলকুপি মোল্লাটোলা গ্রামের  কামাল হোসেনের ছেলে সালাউদ্দিন (২০)।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তেলকুপি বিওপির নায়েক হাসিম উদ্দিনের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮০/৭-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি নামক স্থানে অভিযান চালায়। অভিযানে ২১ পিস ইয়াবাসহ সালাউদ্দিন কে আটক করা হয়। অভিযানের সময় একই গ্রামের কালু মিয়ার ছেলে মোঃ আজাদ হোসেন (৩৫) পালিয়ে যায়।
এ ঘটনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ সেপ্টেম্বর, ২০২১