শিবগঞ্জে পদ্মায় নৌকাডুবি ২ জনের মরদেহ উদ্ধার> নিখোঁজ বেশ কয়েকজন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নানী ও নাতীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো শিবগঞ্জে বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬০) ও তার নাতী সিয়াম (৮)।
বুধবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অনিকেই।
শিবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম জানান, দুপুর সোয়া দু’টার দিকে পদ্মা নদীর বোগলাউড়ি ঘাট থেকে ২০-২৫ যাত্রী নিয়ে একটি নৌকা শিবগঞ্জের বিশরশিয়া এলাকার উদ্যেশে ছেড়ে যায়। নৌকাটি লক্ষিপুর চরের কাছে পৌছলে ঝড় ও প্রচন্ড বাতাসের কবলে পড়ে ডুবে যায়। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে দ্রæত উদ্ধারে নামে। এসময় লিলিমন বেগম ও তার নাতী সিয়াম (৮) কে মৃত অবস্থায় উদ্ধার করে।
এদিকে, নৌকাডুবির খবর পেয়ে শিবগঞ্জ উপজেলার ফায়ার সর্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা গেছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাবের আলী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯ সেপ্টেম্বর, ২০২১