শিবগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে আনন্দ র‌্যালি-কেক কাটা


আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কেক কাটা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিনোদপুর ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে র‌্যালিটি বের হয়ে বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদণি করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কেক কাটার আয়োজন করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন বিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, বিনোদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফটিক, জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানা, বিনোদপুর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত হানিফ ও সাধারণ সম্পাদক রতন রাহাদসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ সেপ্টেম্বর, ২০২১