চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সদর থানা ও পৌর বিএনপি'র আয়োজনে সংসদ সদস্য হারুনুর রশিদের বাসভবনের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর থানা বিএনপি'র সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে আলোচনা সভায় মোবাইল ফোনে বক্তব্য রাখেন, বিএনপি'র যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদ। এসময় আরো বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর ও পৌর বিএনপি'র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপি'র যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আ ক ম শাহিদুল ইসলাম বিশ্বাস পলাশ, বিএনপি নেতা আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা সামিরুল ইসলাম পলাশ, মীম ফজলে আজিম, আওয়াল আলী, মোতাহার হোসেন আসগার।
সভায় বক্তারা বলেন-“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সরকার অপপ্রচারে লিপ্ত হয়েছে। এটি
ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তা প্রতিরোধে দলীয় নেতা-কর্মীদের কাজ করার আহবান
জানানো হয়। ”
আলোচনা শেষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ সেপ্টেম্বর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা