চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ লাখ ১২ হাজার ৮০০ পিস পাতার বিড়িসহ একজন আটক


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ ল ১২ হাজার ৮০০ পিস পাতার বিড়িসহ একজনকে আটক করেছে ৫৯ বিজিবি। আটককৃত ব্যক্তি হচ্ছে ভোলাহাট উপজেলার চামা মুসরিভুজা গ্রামের রেজাউল করিমের ছেলে আব্দুর রহিম (৩৫)। অভিযানের সময় অপর আসামী একই উপজেলার বিন্দুপাড়া গ্রামের আলফুর ছেলে  মাহিদুল ইসলাম (৩০) পালিয়ে যায়।
বিজিবি জানায়, রবিবার দিবাগত ভোর রাত সাড়ে ৪ টায় দিকে ভোলাহাটের জেকে পোল্লাডাঙ্গা বিওপি’র সুবেদার আজিজুল হকের নেতৃত্বে একটি টহল দল সীমান্তবর্তী এলাকা জামতলায় অভিযান চালায়। অভিযানে ৪ ল ১২ হাজার ৮০০ পিস পাতার বিড়িসহ আব্দুর রহিমকে আটক করা হয়। এসময় অপর আসামী একই উপজেলার মাহিদুল ইসলাম পালিয়ে যায়। আটক পাতার বিড়ির আনুমানিক মুল্য ৫ ল ৩২ হাজার ৮০০ টাকা।
এদিকে বিজিবি’র অপর অভিযানে রবিবার রাতে শিবগঞ্জে বিশ্বনাথপুর গ্রামের একটি গোয়ালঘরে ককটেল বিস্ফোরন ঘটলে বাড়ির মালিক ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মজিবুর রহমান (দুখু)কে আটক করে চৌকা বিওপি’র একটি টহল দল। তাকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ আগস্ট, ২০২১