শিবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ একজন আটক
চাঁপাইনববাগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী গ্রামস্থ ইসরাইল মোড় থেকে শনিবার রাতে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর রেলবাগান এলাকার মিজারুল ইসলামের ছেলে লালজান আলী (৩৪)।
র্যাব এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে শিবগঞ্জ পৌরসভাধীন জালমাছমারী গ্রামস্থ ইসরাইল মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে ২ কেজি ৫শ’ গ্রাম হেরোইনসহ লালজান আলীকে আটক করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ আগস্ট, ২০২১