চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীদের জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন আইইবি


চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীদের জন্য স্বাস্থ্য বিভাগে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসাসামগ্রী দিলেন  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)। শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)এর সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয় চত্বরে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী’র কাছে এসব তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এলজিইডি’র প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এলজিইডি’র প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আইইবি, চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী আ.ন.ম. ওয়াহিদুজ্জামান শাওন, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, সদর দপ্তরের আন্তরিক প্রচেষ্টায় ১০টি অক্সিজেন সিলিন্ডার, ১০টি অক্সিজেন ফো-মিটার, ট্রলি, ফেস মাস্কসহ চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪ আগস্ট, ২০২১