জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও মাসব্যাপি কর্মসুচির অংশ হিসেবে শোকাবহ আগস্টের প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে এই কর্মসুচি পালন করা হয়। শনিবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলনের পর একমিনিট নিরবতা পালন ও তিন মিনিট প্রতিবাদের শ্লোগান শেষে মুজিব চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরআগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য ইফতেখার সুজন, চাঁপাইনাববগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল আওয়াল গনি জোহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল।
কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নস্তরের ছাত্রলীগের সাবেক নেতৃবৃ›দ্ব ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সদস্যরা অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ আগস্ট, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে শোকবহ আগস্টের প্রথম দিনে স্বেচ্ছাসেবক লীগের মোমবাতি প্রজ্জ্বলন