চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৩০ জনের করোনা শনাক্ত
২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৩০ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। তিন ধরনের পরীক্ষায় নতুন করে আরো এই ৩০ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়।
চাঁপাইনাববগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরটি পিসিআর পরীক্ষায় প্রতিবেদনে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ৫৪ জনের নমুনা পরীায় করোনা ধরা পড়েছে ১০ জনের দেহে। আর স্থানীয়ভাবে করা র্যাপিড এ্যান্টিজেন টেস্টে ১৮০ জনের নমুনা পরীায় ১৯ জন এবং জিন এক্সপার্ট ল্যাবে ৩ জনে পরীক্ষায় ১ জন শনাক্ত হয়।
এদিকে, নতুন শনাক্ত ৩০ জন নিয়ে জেলায় এপর্যন্ত ৪৩২৪ শনাক্ত হলেন। এদিকে নতুন করে একদিনে ৫১ জন শনাক্ত রোগিকে সূস্থ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। জেলায় সূস্থ হয়েছেন ৩৪৭৩ জন।
তিনি আরো জানান, গতকাল নতুন ৫ জনের মৃত্যু নিয়ে করোনায় চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত মারা গেলেন ১১৯ জন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬ জুলাই, ২০২১