শিবগঞ্জে ৪০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় করোনায় কর্মহীন ৪০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এর আগে করোনাকালের শুরুতে উপজেলায় ২২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। দ্বিতীয় ধাপে সহায়তা পেয়েছেন আরও ১৮ হাজার পরিবার।
জানা গেছে, পাঁচ বছর আগে শিবগঞ্জের বীরমুক্তিযোদ্ধা কসিম উদ্দিন ও তার স্ত্রী গুলনাহারের নামে জিকে ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। কসিম উদ্দিনের ছেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, শুধু একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, মানবিক মূলবোধ নিয়ে আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই। মানুষের সেবা করতে ভালো লাগে। করোনাকালে একদিনের জন্য এলাকার লোকজন থেকে বিচ্ছিন্ন থাকিনি। স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছি। সুস্থ হয়ে আবার মাঠে নেমে পড়েছি। তিনি বলেন, জিকে ফাউন্ডেশনে ২০ জনের একটি টিম রয়েছে যারা সংকটাপন্ন ব্যক্তির খবর পেলেই প্রয়োজনীয় সহায়তা নিয়ে তাদের বাড়িতে ছুটে যান। আবার করোনা আক্রান্ত রোগীর বাসায় রাতের আঁধারেও সহায়তা পৌঁছে দেন। ইতোমধ্যে ছয় লাখের বেশি মাস্ক বিতরণ করা হয়েছে। করোনাকালে যাতে এলাকার একটি মানুষও খাবারের কষ্টে না থাকে এটা নিশ্চিত করতে চাই। তিনি আরও বলেন, গত ঈদ-উল ফিতরে ১০ হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। এছাড়া দিনমজুর, ভিুক, প্রতিবন্ধী, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা ও চায়ের দোকানিদের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এমনকি করোনায় আক্রান্ত রোগীদের দুই মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এদিকে উপজেলার কোনো এলাকা থেকে হঠাৎ খবর এলো কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এখনই তাকে হাসপাতালে নিতে হবে। এমন খবর জানার পরপরই সেখানে ছুটে যায় জিকে ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স সার্ভিস। রোগীকে বিনামূল্যে পৌঁছে দেয়ার পাশাপাশি চিকিৎসার প্রয়োজনীয় খরচও দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ জুলাই, ২০২১

,