শিবগঞ্জে মদ তৈরীর কারখানা থেকে চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ ২ জন আটক
শিবগঞ্জে মদ তৈরীর কারখানা থেকে চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ ২ জন আটক
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগরে একটি মদ তৈরির কারখানায় চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ ২ জনকে আটক করেছে বিজিবি, পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স দল। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জের কানসাট মিলিক মোড়ের মৃত একদিলের ছেলে শফিকুল ইসলাম (৫০) ও একই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে নাসির উদ্দিন (২৭)। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি এক প্রেসনোটে জানায়, ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবি’র ১৮ সদস্য, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, ৪ জন পুলিশ সদস্য ও ৩ জন আনসার সদস্য নিয়ে যৌথ টাস্কফোর্স দল শিবগঞ্জের কানসাট গোপালনগরে মদ তৈরির কারখানায় অভিযান চালায়। এ সময় ৯ড্রামে ২২০ লিটার চোলাই মদ তৈরীর উপকরণ, ৯লিটার চোলাই মদ ও মদ তৈরীর অন্যান্য উপকরণসহ নগদ ১ লাখ ১৪ হাজার ৭শ’ ৫০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ জুলাই, ২০২১