চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে করোনা ইউনিটে ২ জনের মৃত্যু> নতুন শনাক্ত ২৭ জন


চাঁপাইনবাবগঞ্জে করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরো ২জনের মৃত্যু হয়েছে। ২ জনেই শনিবার ২৫০ শয্যর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে মারা যায়। মারা যাওয়া ২ জন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বাসিন্দা।
একই দিন চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২৭ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা জাহিদ নজরুল চৌধুরী জানান, শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ১৭৩ টি নমুনা পরীায় ২৭ জনের দেহে শনাক্ত হয়। নতুন শনাক্ত নিয়ে জেলায় এপর্যন্ত  ৪ হাজার ৯শ’ ৫০ জন শনাক্ত হলেন। জেলায় সূস্থ হয়েছেন ৪ হাজার ৩শ’ ৮ জন। ।  তিনি আরো জানান, করোনার শুরু থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মারা গেছেন ১শ’ ৩৯ জন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক আহনাফ শাহরিয়ার জানান, হাসপাতালের করোনা ইউনিটে  করোনা ও উপসর্গ নিয়ে  ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ২ জনের মধ্যে ১ জন নারী ও ১  জন পুরুষ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১ জুলাই, ২০২১