চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হচ্ছে- শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের ফজলুর ছেলে গোলাম রাব্বানী (৩২) ও একই এলাকার গাভুর ছেলে ঝাইটন (৪০)।
স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার সময় আম ব্যবসায়ী সোনামসজিদ থেকে কানসাট বাজার আসছিলেন। এ সময় কয়লাবাড়ি ট্রাক টার্নিমাল এলাকায় পৌঁছালে একদল ডাকাত তাকে আটকিয়ে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এমন সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে এসে দুই ডাকাতকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়। পরে আটকদের শিবগঞ্জ থানায় পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১ জুলাই, ২০২১
শিবগঞ্জে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাত আটক