শিবগঞ্জে ৩০ হাজার পিস ভারতীয় সিগারেটসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলার পাইকরতলা মাঠে সোমবার সকালে ৩০ হাজার পিস ভারতীয় সিগারেটসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সুজন আলী (২০)।
র্যাব এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার ওমর আলী’র নেতৃত্বে শিবগঞ্জের পিঠালীতলার পাইকরতলা মাঠে অভিযান চালায়। অভিডানে ৩০ হাজার পিস ভারতীয় সিগারেটসহ সুজনকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ জুলাই, ২০২১