চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্য এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলীর নিজস্ব অর্থায়নে ৪টি ইউনিয়নের করোনায় কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান এরফান গ্রুপের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি, শাজাহানপুর, চরবাগডাংগা ও সুন্দরপুর ইউনিয়নে ২ হাজার পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের ,শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী শামুদ্দিন বাবলু, জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল হুদা অলক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, আলাতুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসারুল আলম, সাধারণ সম্পাদক মারফত আলী, চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, শাজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ জুলাই, ২০২১
৪টি ইউনিয়নের ২ হাজার পরিবারের মাঝে এরফান গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ