নয়াগোলায় ভুটভুটি উল্টে নিহত ১


চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা আঞ্চলিক সড়কের নয়াগোলা এলাকায় ভুটভুটি উল্টে রাজন (৩০) নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই বস্তির মৃত সেলিমের ছেলে । মঙ্গলবার দুপুরে জেলা শহরের নয়াগোলা এলাকার সাতনইলে এ দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, নয়াগোলা সড়কের সাতনইল এলাকা দিয়ে টিন ও লোহার রড নিয়ে একটি ভুটভুটি দুপুর সাড়ে ১২টার দিকে যাবার সময় ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ভুটভুৃটিতে বসে থাকা রাজন গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুরে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, পরিবারের প থেকে আপত্তি না থাকায় মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ জুলাই, ২০২১