চাঁপাইনবাবগঞ্জে করোনারোধে ১১ দফা বিধিনিষেধ ৩০ জুন পর্যন্ত বাড়ল


চাঁপাইনবাবগঞ্জে করোনা রোধে তৃতীয় বারের মত স্থানীয় প্রশাসনের জারি করা ১১ দফা বিধিনিষেধ ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিধি নিষেধের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সকল দোকান পাট স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। একই সময় পর্যন্ত কৃষি ও নির্মাণ শ্রমিকরা কাজ করতে পাবেন। আন্তঃ জেলা রুটে বাস চলা করবেনা। তবে, রিক্সায় ১ জন যাত্রী ও অটো রিক্সায় ২ জন যাত্রী পরিবহন করতে পারবে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ উদ্বেগজনকহারে বৃদ্ধির মুখে গত ২৫ মে প্রথম দফায় সাত দিনের বিশেষ লকডাউন ঘোষাণা করা হয়। পরে লকডাউন আরেক দফায় লকডাউন বৃদ্ধির পর তৃতীয় দফায় গত ৮ জুন থেকে ১৬ জুন পর্যন্ত লকডাউন শিথিল করে ১১টি বিধিনিষেধ জারি করা হয়। সেই বিধিনিষেধ দ্বিতীয় মেয়াদে ১৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়।  করোনা রোধে তৃতীয় বারেরমত বিধিনিষেধ ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হলো।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ জুন, ২০২১