চাঁপাইনবাবগঞ্জে ২৭১ জনের করোনা পরীক্ষায় ১৭৩ জনই শনাক্ত


চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৭৩ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে আক্রান্তের যে হার তাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চিত্র উদ্বেগজনক।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে  রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ২৭১টি নমূনার পরীায় ১৭৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে।
এদিকে,  চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত মারা গেলেন ৩৭ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ জুন, ২০২১