চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় ধাপে বিশেষ লকডাউনের প্রথম দিন


উত্তরের সীমান্ত জেলা  চাঁপাইনবাবগঞ্জে উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া সাত দিনের লকডাউন শেষে মঙ্গলবার থেকে দ্বিতীয় ধাপে শুরু হয়েছে আরো সাত দিনের বিশেষ লকডাউন।
লকডাউনে চাঁপাইনবাবগঞ্জের প্রধান প্রধান মার্কেট সকাল থেকে বন্ধ রয়েছে। তবে, খোলা রয়েছে কাঁচা বাজার, ঔষধের দোকানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান। সকালের দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরে কিছু মানুষ বের হয়েছেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করতে। শহরে কিছু রিক্সা ও ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে। তবে, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও নওগাঁ সড়কসহ আন্তঃ উপজেলা সড়কে চলাচল করছেনা যাত্রীবাহী বাস ও বড় যান।
এদিকে দ্বিতীয় ধাপের লকডাউনের প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। যান ও মানুষের চলাচল নিয়ন্ত্রিত করতে  একদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে অন্যদিকে জেলার প্রায় ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশ কাজ করছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ জুন, ২০২১