চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে করোনায় দু’ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে বুধবার করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো দু’ জনের মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আহনাফ শাহরিয়ার জানিয়েছেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা যান। একজন সকালে ও অপরজন সন্ধ্যায় মারা যান।
মারা যাওয়া ব্যক্তিরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা গ্রামের আকবর আলী (৪৪) ও দ্বারিয়াপুর গ্রামের গোলেনুর (৭০)। এরমধ্যে আকবর গত ১৮ জুন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ জুন, ২০২১