চাঁপাইনবাবগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে করোনাকালে আর্থিক সহায়তা প্রদান


মার্কিন যুক্তরাষ্ট্র ( আমেরিকা) প্রবাসীদের সংগঠন বৃহত্তর রাজশাহী সমিতি ইনক, ইউএসএ-এর উদ্যোগে বুধবার চাঁপাইনবাবগঞ্জে কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতিতে তিগ্রস্ত মানুষদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ও করোনা রোধে মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের কাব সুপার মার্কেটসহ কয়েকটি পয়েন্টে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, সাবেক ছাত্রনেতা অধ্যাপক শরিফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সিটি প্রেসকাবের সভাপতি সাজেদুল হক, ছাতনেতা নাহিদ সিকদার, ডাঃ সাইফজামান আনন্দ প্রমুখ। 


এরআগে, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাব মিলনায়তনে করোনা পরিস্থিতিতে তিগ্রস্ত মানুষদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এদিকে, একইদিন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রেসকাব মিলনায়তনে ও গোমস্তাপুর মোড়ে অর্থ সহায়তা প্রদান ও মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুরের হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আনোয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, গোমস্তাপুর প্রেসকাবের সভাপতি আতিকুল আজম, সাধারণ সম্পাদক আসাদুল আহমেদ, রহনপুর ইউপি চেয়ারম্যান শফি আনসারী, গোমস্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, সাংবাদিক আসাদুল্লাহ।
উল্লেখ্য, করোনাকালে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বৃহত্তর রাজশাহী সমিতি ইনক, ইউএসএ চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় ২৪০ জনের মাঝে ২ লাখ ৪০ হাজার টাকা প্রদান ও সাধারণের মাঝে মাস্ক বিতরণ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ জুন, ২০২১