চাঁপাইনবাবগঞ্জে করোনা ইউনিটে অক্সিজেন সিলিন্ডার দিলো ডা. গোলাম রাব্বানী
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটের জন্য অক্সিজেন সংকট মেটাতে ২টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী। বুধবার দুপুরে ডা. গোলাম রাব্বানী ও তার সহর্ধমীনী সেলিনা বিশ্বাসের নিজস্ব অর্থায়নে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমনিুল হকের কাছে ২টি বড় অক্সজিনে সিলিন্ডার হস্তান্তর করনে।
এ সময় উপস্থতি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আরিফুল রেজা ইমন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.নাদিম সরকার, সিনিয়ার স্টাফ নার্স পারুল বেগম, আওয়ামীলীগ নেতা হাজি শামসুদ্দিন (বাবলু), মেহেদুল ইসলাম, গোলাম ফারুক মিথুন।
এদিকে করোনা রোগীদরে জন্য সমাজরে বিত্তবানও ব্যবসায়ীদরে এগিয়ে আসার আহবান জানান ডা. গোলাম রাব্বানী।
চাঁপাইনবাবগঞ্জ নউিজ/ নজিস্ব প্রতবিদেক/ ০২ জুন, ২০২১