উত্তরের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে দু’ দফায় চলমান লকডাউনের মাঝেও করোনা সংক্রমণ কাংখিত পর্যায়ে নেমে না আসাসহ জেলার ৭ জনের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়ায় স্থানীয় প্রশাসন আবারও কঠোর অবস্থান নিয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর জনগনের সতর্কতা ও সচেতনতা সৃষ্টির জন্য স্থানীয় প্রশাসন বিশেষ উদযোগ গ্রহণ করেছে। শনাক্ত ৭ জনের বাড়িতে ঝুলিয়ে দেয়া হয়েছে লাল পতাকা।
সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত ৭ জনের মধ্যে ৫ জনের বাড়ি চাঁপাইনাববগঞ্জ পৌরসভায় এবং ২ দুজনের বাড়ি শিবগঞ্জ উপজেলায়। ইতোমধ্যে ওই ৭ জনের প্রত্যেকের বাড়িতে দু’টি করে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি তাদের বাড়ির প্রবেশ পথও বাঁশকল দিয়ে ঘিরে দেয়া হয়েছে।
উল্লেখ্য, ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত ৭ জনের কেউই ভারত যায়নি। শনাক্তের মধ্যে ১৩ বছরের শিশুও রয়েছে। কাজেই কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে তাদের সংক্রমণ হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২ জুন, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তদের বাড়িতে বাড়িতে লাল পতাকা