করোনায় চাঁপাইনবাবগঞ্জে আরো ২ জন মারা গেছেন। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৪ জনে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা জাহিদ নজরুল চৌধুরী জানান, শনিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা প্রতিবেদনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চাঁপাইনবাবগঞ্জের ২ জনের মারা যাবার কথা বলা হয়েছে। এদের মধ্যে একজনের বাড়ি শিবগঞ্জ উপজেলায় অন্যজনের গোমস্তাপুর উপজেলায়। এনিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত মারা গেলেন ১০৪ জন। এরমধ্যে প্রথম ঢেউ- ১৪ মারা যান।
তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জে আরো ৫৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ১৬৮টি নমুনা পরীায় ২০ জনের দেহে শনাক্ত হয়। আর স্থানীয়ভাবে করা র্যাপিড এ্যান্টিজেন টেস্টে ৪২৪ জনের নমুনা পরীায় ৩৭ জন এবং জিন এক্সপার্ট ল্যাবে ৩ জনে পরীক্ষায় ১ জন শনাক্ত হয়।
নতুন শনাক্ত ৫৮ জন নিয়ে জেলায় এপর্যন্ত ৩৯৬৫ শনাক্ত হলেন। এদিকে নতুন করে একদিনে ৩৯৭ জন শনাক্ত রোগিকে সূস্থ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। জেলায় সূস্থ হয়েছেন ২৮৮৩ জন। জেলায় বর্তমান রোগী ৯৭৮ জন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ জুন, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে করোনায় ২ জনের মৃত্যু> নতুন শনাক্ত ৫৮ জন