চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমির গেটের সামনে থেকে শনিবার সন্ধ্যায় দিকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ী বেহুলা গ্রামের বদিউজ্জামানের ছেলে ফারুক (২৭)।
র্যাব এক প্রেসনোটে জানায়, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, শিবগঞ্জের ছত্রাজিৎপুর থেকে পাওয়ারটিলার গাড়ীতে অবৈধ অস্ত্র নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমির গেটের সামনে চেকপোষ্ট বসিয়ে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ ফারুকে আটক করা হয়। এ সময় একটি পাওয়ারটিলার গাড়ী জব্দ করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ জুন, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে ২টি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ একজন আটক