শিবগঞ্জ সীমান্তে ৩০টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের  একটি বাড়ি থেকে বুধবার দিবাগত রাতে ৩০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, জানান, রাতে অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে টহল দল চৌকা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৭/৩-এস হতে আনুমানিক ৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের কালিগঞ্জ গ্রামের সবুর এর বশত বাড়ী তল্লাশী করে তার ঘরের খাটের নীচে লুকায়িত অবস্থায় রাখা ৩০টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা।
উদ্ধারকৃত ভারতীয় মোবাইল ফোন এর ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহন করা হয়েছে বলে জানান বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা।   


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ জুন, ২০২১
 

,