চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৫ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত ১৫ জনের মধ্যে ৫ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার, ৫ জন শিবগঞ্জ উপজেলার, ১ জন গোমস্তাপুর উপজেলার, ১ জন নাচোল উপজেলার ও ৩জন ভোলাহাট উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ৫৬ টি নমূনার পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে। এনিয়ে জেলায় ১০৩১ শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৮৮৯ জন। সিভিল সার্জন আরও জানান, জেলাজুড়ে বর্তমানে আক্রান্ত মোট ১২২ জন রোগীর মধ্যে ৬৭ জনই সদরের। আর ৩০ জন শিবগঞ্জে, ১৬ গোমস্তাপুরে, ৭জন ভোলাহাটে ও ২জন নাচোলে রয়েছে। এদিকে জেলায় মারা গেছেন ২০ জন। জেলায় চিকিৎসাধীন রোগি এখন ১২২ জন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭ মে ২০২১