চাঁপাইনবাবগঞ্জে লকডাউনে মোবাইল কোর্টের অভিযান চলছেই > দ্বিতীয় দিনেই জরিমানা ছাড়ালো ১ লাখ টাকা


চাঁপাইনবাবগঞ্জের উদ্বেগজনক করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের ঘোষণা করা বিশেষ লকডাউনের দ্বিতীয় দিনেই জেলাজুড়ে পরিচালিত মোবাইল কোর্ট মোট ১৭৪ টি মামলায় ১ লাখ ১৮ হাজার ১৫০ টাকা অর্থদন্ড প্রদান করেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বুধবার দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে করোনা সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করার ল্েয মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৭৪টি মামলা হয়। এতে মোবাইল কোর্ট ১ লাখ ১৮ হাজার ১৫০ টাকা অর্থদন্ড প্রদান করে। অর্থদন্ড প্রদানগুলোর মধ্যে রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদরে ৭৪ মামলায় ৪৭হাজার ৮শ’ টাকা, শিবগঞ্জে ১৯টি মামলায় ৯ হাজার ৪০০ টাকা, নাচোলে ২৫টি মামলায় ৮ হাজার  টাকা, ভোলাহাটে ৭ টি মামলায় ৬ হাজার ৩০০ টাকা এবং গোমস্তাপুরে ৪৯টি মামলায় ৪৬ হাজার ৬শ’ ৫০ টাকা।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ মে ২০২১