শিবগঞ্জ ও নাচোলে পৃথক বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলায় বৃহস্পতিবার পৃথক পৃথক বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শিবগঞ্জে ২ জন ও নাচোলে ১ জন রয়েছে।
নিহতরা হল- শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামের আবদুল সাত্তারের ছেলে জালাল উদ্দিন (৪২), গোয়াবাড়ি চাঁদপুর গ্রামের আবু তালেবের স্ত্রী আজিরন বেগম রহিমা (২৫) ও নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আঝইর গ্রামের ওবাইদুরের মেয়ে মারুফা খাতুন (১০)।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও প্রত্যদর্শীরা জানায়, দুপুরে ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকা থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান জালাল উদ্দিন। একই সময় গোয়াবাড়ি চাঁদপুর গ্রামে বাড়ির পাশে খেলাধুলা করা সন্তানদের ডাকতে গিয়ে বজ্রপাতে মারা যান আজিরন বেগম।
এদিকে, নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আঝইর গ্রামে বাড়ির পাশে বাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে মারুফা ঘটনাস্থলেই মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ মে ২০২১

,