মহানন্দা নদীতে ভাঙ্গন


চাঁপাইনবাবগঞ্জ মহানন্দী নদীতীর রক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাব ও ভারি বর্ষনের কারনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের নামোরাজারামপুর হাজীপাড়া এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন রক্ষায় রোববার সকালে মহানন্দী নদীতীর এলাকাবাসী বাঁশ, চাটাই ও বালুর বস্তা ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা শুরু করছে। এতে করে এলাকাবাসী বাড়ি ঘরসহ বহু স্থাপনা হুমকির মধ্যে রয়েছে।
এদিকে কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজ নিজ উদ্যোগে ও পৌরসভার সহায়তায় প্রাথমিক ভাবে কিছুটা হলেও ভাঙ্গনরোধ করা হয়েছে।   
স্থানীয় পৌর কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজ জানান, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাব ও ভারি বর্ষনের প্রভাবে নদীতে স্রোত বৃদ্ধি পেয়েছে, আর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাঁধের ব্লক গুলোতে ভাঙ্গন দেখা দিয়েছে। তবে  স্থানীয়ভাবে ভাঙ্গন রোধে কাজ করা হচ্ছে।  
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহদী হাসান জানান, মহানন্দা নদীতীরের বাঁধে ভাঙ্গন দেখা দেওয়ার পরই স্থানীয়রা তা রোধে কাজ শুরু করে, এতে ওই এলাকায় ভাঙ্গন বৃদ্ধি পায়নি। ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুতই জিও ব্যাগ ফেলা শুরু হবে। আর উদ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ছবি ও ভিডিও পাঠানো  হয়েছে। শ্রীঘই আমরা বাধটি সংস্কার করবো।
অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন,চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ , পৌর মেয়র নজরুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ মে, ২০২১