শিবগঞ্জে মাদ্রাসা কমিটি নিয়ে সংবাদ সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগুবি গ্রামের আলহাজ্ব ফিরোজ আহমেদ কবিরাজ হাফেজিয়া ও নূরানীয়া মাদ্রাসার নতুন কমিটির সম্পাদক ও কয়েকজন সদস্যের বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসার সভাপতি রেজাউল করিম ও কয়েকজন সদস্য। রোববার জেলা প্রেসকাবে সংবাদ সম্মেলনে তারা আর্থিকসহ বিভিন্ন অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগ আনেন।  এ ব্যাপারে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে বলেও তারা জানান।
এসব অভিযোগের ব্যাপারে মাদ্রাসা সম্পাদক কামরুল হাসান মবিন বলেন,তার বিরুদ্ধে সভাপতির আনা ওইসব অভিযোগ সত্য নয়। তিনি এখনও সম্পাদকের দায়িত্ব বুঝে নেন নি। আগের মেয়াদের কমিটির সকল আর্থিক হিসেব জনসমক্ষে বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়া কোন অভিযোগ করলে সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ ও কাগজপত্রসহ করতে হবে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন বলেন, ওই মাদ্রাসার বিভিন্ন ঘটনা নিয়ে দু’পক্ষই একাধিকবার অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তও করা হয়েছে। প্রাথমিকভাবে এটি কমিটির পদ নিয়ে দ্বন্দ বলেই মনে হয়। প্রয়োজনে বিষয়টি আবারও তদন্ত করে সূরাহার চেষ্টা করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ মে ২০২১

,