আজ চাঁপাইনবাবগঞ্জে আবারও যুক্ত হচ্ছে আম পরিবহনের বিশেষ ট্রেন


আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে আবারও আমসহ লিচু ও সব্জী জাতীয় পণ্য পরিবাহনের জন্য যুক্ত হচ্ছে একজোড়া বিশেষ ট্রেন। ‘ম্যাংগো স্পেশাল’ নামের বিশেষ ট্রেনটি আজ বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।
ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। তৈরী হয়েছে বড় উদ্বোধনী মঞ্চ। ইতোমধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রেলওয়ে সুত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত প্রতিদিন চলাচল করবে এই বিশেষ ট্রেনটি। ম্যাংগো স্পেশাল ট্রেনের ৫টি ওয়াগানে অর্থাৎ পণ্যবাহী বগিতে আম, লিচুসহ সব্জী জাতীয় পণ্য পরিবহন করা হবে।
করোনা পরিস্থিতির কারণে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ লকডাউন কর্মসুচির কারণে আম পরিবহনে চরম দুঃশ্চিন্তায় থাকা আম ব্যবসায়ীরা স্বল্প খরচে তাদের উৎপাদিত আম পরিবহন করতে পারবেন।
উল্লেখ্য, গতবছর আম মৌসুমে এই ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হয়েছিল। এবার দ্বিতীয়বারের মত উদ্বোধন হতে যাচ্ছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ মে, ২০২১