চাঁপাইনবাবগঞ্জে লকডাউনে প্রধান প্রধান মার্কেটগুলো বন্ধ


করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান প্রধান মার্কেটগুলো বন্ধ রয়েছে। বাজারগুলোসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসমাগম কিছুটা কম রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার, নিউ মার্কেট, বিশ্বরোড মোড় এলাকা ঘুরে দেখা গেছে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আন্তঃ উপজেলা ও আন্তঃ জেলা রুটে যাত্রীবাহী যান চলাচল করছেনা। সোনামসজিদ স্থল বন্দরসহ অন্যান্যস্থান থেকে পণ্যবাহী ট্রাক চলাচল করছে।
লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা মাঠ পর্যায়ে কাজ করছেন।
এদিকে পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল মাছ বাজার, বড় ইন্দারা মোড় থেকে নিমতলা মোড় পর্যন্ত যারা মাস্ক ব্যবহার না করে চলাচল করছেন তাদেরকে সচেতন করতে মাস্ক প্রদান করেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। জেলা শহরের চাইতে উপজেলাগুলোতে লাকডাউন খুব একটা মানা হচ্ছে না। শিবগঞ্জ উপজেলার কানসাটে অধিকংশ দোকানপাট খুলে রাখা হয়েছে। মানুষজনও মাস্ক ছাড়াই চলাফেরা করছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ এপ্রিল ২০২১