চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে সোমবার দুপুরে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ এলাকার সুরুজ আলীর ছেলে ফারুক হোসেন ।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, বকচর সীমান্তের শূন্যরেখা থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে ফারুকের মরদেহ পড়ে ছিলো। সকালে টহলরত বিজিবি সদস্যদের নজরে আসলে তারা কাছে গিয়ে মরদেহটি দেখেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, মরদেহের শরীরে গুলির কোনো চিহ্ন ছিলো না। এরপরও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে মরদেহ উদ্ধারের ব্যাপারে জানানো হয়। বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে বকচর সীমান্তে কোনো গুলি বা কাউকে নির্যাতন করেনি।
সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, ফারুকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের পরই হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ এপ্রিল ২০২১