চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের তৃতীয় দিনে ৬ ব্যবসায়ীকে জরিমানা


করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা রা বাহিনীর সদস্যরা। লকডাউনের তৃতীয় দিনে বুধবার চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেদের সমন্বয়ে র্য্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ জনকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রওশনা জাহান জানান, জেলা শহরের নিউ মার্কেট, সেন্টু মার্কেট, সাটু হল মার্কেট, কাব সুপার মার্কেট, পুরাতন বাজার, শিবতলা, বারঘরিয়াসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এসময় এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৬ ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানী কমান্ডার মেজর সাকিব জানান, অভিযানে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অনুসরণের আহবান জনিয়ে সর্তক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭ এপ্রিল ২০২১