শিবগঞ্জে ১৭ হাজার ৬শ’ পিছ ভারতীয় সিগারেটসহ ২ ভাই আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি গ্রাম থেকে রবিবার বিকালে ১৭ হাজার ৬শ’ পিছ ভারতীয় তৈরি সিগারেটসহ ২ ভাইকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো শিবগঞ্জে ছোট চক ঘোড়াপাখিয়া এলাকার মৃত তৈমুর রহমানের ছেলে দুরুল হুদা (৪৫) তার ভাই নাইমুল (৩২)।
র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শিবগঞ্জে বাবুপুর মিরাটুলি গ্রামের ২ জন ব্যক্তি অবৈধ ভারতীয় তৈরি সিগারেট বিক্রয় করছে। এ সময় সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৭ হাজার ৬শ’ পিছ ভারতীয় তৈরি সিগারেটসহ দুরুল ও নাইমুল দুই ভাইকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ এপ্রিল ২০২১