নতুন করে করোনা শনাক্ত হলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের ১৭ জন


চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৭ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। নতুন শনাক্তরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাসপাতাল রোড, শিবতলা, শাহিবাগ, পাঠানপাড়া, নয়াগোলা, স্বরুপনগর, দারিয়াপুর, রেহাউচর, কালুপুর চৌহদ্দিটোলা, দিনোনাথপুর, দেওয়ান জাইগির, বালিয়াডাংগা, মহারাজপুর, আতাহার এলাকার বাসিন্দা।
এদের মধ্যে জন পুরুষ ও ১০ জন নারী রয়েছেন। আক্রান্তের মধ্যে একজন ৩ বছরের শিশু রয়েছে।
নতুন করে আক্রান্তের যে হার তাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চিত্র উদ্বেগজনক। জেলাজুড়ে বর্তমানে আক্রান্ত মোট ১০৫ জন রোগীর মধ্যে ৮৩ জনই সদরের।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, শুক্রবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ৫৪ টি নমূনার পরীায় ১৭জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে। সিভিল সার্জন আরও জানান, এনিয়ে জেলায় ৯৩৬ শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৮১৬ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে গতকাল আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মারা গেছেন ১৫ জন । জেলায় চিকিৎসাধীন রোগি এখন ১০৫ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ এপ্রিল ২০২১