চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের লালাপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।  শুক্রবার দুপুরে এ সড়ক দূর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ট্রাক ও চালক কাউকেই আটক করতে পারেনি পুলিশ।  
নিহত মোটর সাইকেল আরোহী সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পেয়ারাপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে মিজানুর রহমান। নিহত মিজানুর রহমান জেলা শহরের গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক ছিলেন।  
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, দুপুরে সত্রাজিতপুর এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে লালাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মিজানুরকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে। এতে তার মাথায় আঘাত লাগে এবং নাক, চোক ও মুখ দিয়ে রক্ত বের হয়ে ঘটনাস্থলেই মারা যায় মিজানুর। পরে স্থানীয়রা পুলিশে খরব দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিে বদক/ ২৩ এপ্রিল ২০২১