চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কলোনীপাড়ায় একটি বাড়ি থেকে জুয়া খেলার দায়ে ৮ জুয়াড়িকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কলোনীপাড়ার মৃত আলীম উদ্দিনের ছেলে মাহমুদ হোসেন (৫৫), একই এলাকার মৃত আব্দুল সাহিদের ছেলে রানা (৩৫), ফকিরপাড়া মহল্লার গোলাম মোস্তফা’র ছেলে মিনাজ (৩২), মসজিদপাড়া মহল্লার বাদশা’র ছেলে শাকিল (৩২), একই এলাকার তৌফিক হোসেনের ছেলে রাসেল (৩২), মৃত আজাদ মিয়া’র ছেলে টুকু (৩৫), মৃত কালু খলিফার ছেলে মেরাজ (৩২) ও মৃত আজম আলীর ছেলে বাবু (৩৫)।
রবিবার রাত ১১টার দিকে তাদের কলোনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করে র্যাব।
র্যাব এক প্রেসনোটে জানায়, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কলোনীপাড়ায় একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ১৫টি মোবাইল সেট ও জুয়া খেলার উপকরণসহ নগদ ১৮ হাজার ১’শ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিব্দেক/ ১৯ এপ্রিল ২০২১
চাঁপাইনবাবগঞ্জে জুয়া খেলার দায়ে ৮ জন আটক