চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল


বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল বুধবার থেকে শুরু হচ্ছে রোজা। আজ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে এ কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।
চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবির নামাজ পড়বেন মুসল্লিরা। তবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের কারণে মসজিদে সর্বোচ্চ ২০ জন তারাবি ও ওয়াক্তের নামাজ পড়তে পারবেন। শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা রোজার রাখার নিয়তে সেহেরি খাবেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সূত্রঃ এনটিভি অনলাইন/১৩ এপ্রিল ২০২১