চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের পৃথক ৩টি অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ ৩ জন আটক


চাঁপাইনবাবগঞ্জের জেলা গোয়েন্দা পুলিশের পৃথক ৩টি অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার তেররশিয়ার গ্রামের  রফিকুল ইসলামের ছেলে ডালিম (১৯), গোমস্তাপুর উপজেলার রহনপুর পুরাতন বাজার এলাকার মৃত নরেন্দ্রনাথের ছেলে বাবলু চক্রবর্তী  (৬০) ও  ভোলাহাট উপজেলার ফুটানী বাজারের চামুসা এলাকার খালেছুর রহমানের ছেলে শামীম রেজা (২৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে এসআই অনুপ কুমার সরকারের নেতৃত্বে ভোলাহাট উপজেলার ফুটানী বাজারে অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেনসিডিলসহ শামীমকে হাতেনাতে আটক  করা হয়। এদিকে সন্ধ্যা দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ বাবলুকে আটক করে ডিবি পুলিশ।
অন্যদিকে সোমবার রাত ১১ টার দিকে  শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর মোড় থেকে ৪০০ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিলসহ ডালিমকে আটক করা হয়।
পৃথক ৩টি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ এপ্রিল ২০২১