শিবগঞ্জে আগুনে পুড়লো ২০ পরিবারের বাড়িঘর


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে পুড়েছে প্রায় ২০ পরিবারের বাড়িঘর। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার শ্যামপুর মিঞাপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,অ াবদুল জলিলের বাড়ির চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাতে আশপাশের প্রায় ২০টি পরিবারের বাড়ি ঘর আগুনে পুড়ে যায়। চৈত্রের দাবাদাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের নিমিশেই পুড়ে যায় ওইসব পরিবারের বাড়িঘর। শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। তবে ক্ষতিগ্রস্থ পরিবাররা জানান, এই অগ্নিকান্ডে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার সিরাজ উদ্দিন জাগো নিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে নেতৃত্বে দেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেরুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জাগো নিউজকে জানান, আগুনে ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারকে তাৎক্ষণিকভাবে প্রত্যেককে দুটি করে কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার আশ্বাস দেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ মার্চ ২০২১

,