‘মুজিববর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে আরেক ধাপ’এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের জগন্নাথপুর কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নবনির্মিত কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান মেবিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই এমটি কামরুজ্জামান, সিএইচসিপি সোহেল রানা, উজিরপুর ডিগ্রি কলেজের অধ্য আলকেশ উদ্দিনসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, গ্রামীণ জনপদের মানুষদের দ্বোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হসিনা ১৯৯৮ সাল থেকে হেলথ অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রামের অধীন কমিউনিটি কিনিক চালু করেন। এরই ধারাবাহিকতায় প্রান্তিক এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কমিউনিটি কিনিক স্থাপন করছে।
উল্লেখ্য, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২৮ লাখ টাকা ব্যয়ে এই কমিউনিটি কিনিক নির্মাণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৬ মার্চ ২০২১
শিবগঞ্জে নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন এমপি শিমুল